মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

জাতীয় ক্রিকেট দলের নাহিদ রানা ও শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ‘লুক চেঞ্জ’ জেনস্ পার্লার পরিদর্শন

  চাঁপাইনবাবগঞ্জে গত(১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায়। চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত বাতেন খাঁর মোড়ে অত্যাধুনিক জেনস্ পার্লার ‘লুক চেঞ্জ’ পরিদর্শন করেন। জাতীয় ক্রিকেট দলের উদীয়মান দুই নক্ষত্র ক্রিকেটার নাহিদ রানা read more
এক ক্লিকে বিভাগের খবর
Photo Gallery
http://www.youtube.com/@DACP-TV

facebook.com/DACPTV

 

রিপোর্ট: নাদিম শেখ আদর ‎

‎ভুয়া সাংবাদিক পরিচয়ে একাধিকবার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া ফারুক পাটোয়ারী আবারও আলোচনায়। এবার দেশবর্ণ নিউজের একজন সাংবাদিককে প্রকাশ্যে অশালীন গালাগাল ও হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ। ‎ ‎

অল্প কিছুদিন আগেই উত্তরা উত্তরখানের চায়না ব্যাটারি ফ্যাক্টরিতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় ফারুক পাটোয়ারী। ‎জামিনে বের হয়ে সাতক্ষীরার একটি বেকারিতে এবার ম্যাজিস্ট্রেট পরিচয়ে আরেকটি প্রতারণার চেষ্টা।

স্থানীয়দের হাতে গণধোলাইয়ের পর তাকে ও তার দুই সহযোগীকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ‎ ‎কিন্তু জেল থেকে বের হয়েও থামেনি তার প্রতারণার ধারা। আবারও একই কৌশলে মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ‎

‎সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়—ফারুক পাটোয়ারী দেশবর্ণ নিউজের এক সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চরম অপমানজনক মন্তব্য করে বলেন, “কোনো সাংবাদিককে গোনায় ধরি না।” ‎সাংবাদিক নাদিম শেখ আদর তার পরিচয় জানতে চাইলে ফারুক পাটোয়ারী ক্ষিপ্ত হয়ে তেড়ে যান এবং হুমকি দেন, “নিউজ করে দেখে নেওয়া হবে।” ‎

‎সাংবাদিক সমাজ বলছে—এ ধরনের ভুয়া সাংবাদিকেরা পেশাদার গণমাধ্যমের সুনাম ধ্বংস করছে। তাদের মন্তব্য— ‎ ‎“শুধু ক্যামেরা ধরলেই সাংবাদিক হওয়া যায় না।” ‎ ‎“প্রকৃত সাংবাদিকদের যে চ্যালেঞ্জ, ঝুঁকি ও নৈতিকতার মানদণ্ড আছে—এসব প্রতারক তার কিছুই জানে না।” ‎ ‎“

সাংবাদিকতার মুখোশ পরে যারা অপরাধ করছে, তাদের কঠোর আইনের আওতায় আনা জরুরি।” ‎ ‎সংশ্লিষ্টরা বলছেন—এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে প্রতারণা, চাঁদাবাজি এবং গালাগাল সংস্কৃতি আরও বেড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষসহ প্রকৃত সাংবাদিকরা। ‎ ‎ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ—এটাই এখন গণমাধ্যমকর্মীদের প্রধান দাবি।

Theme Created By BDiT